জলাশয় রক্ষায় কিছু দূর পরপর কালভার্ট তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশবাংলা ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলাশয় রক্ষায় কিছু দূর পরপর কালভার্ট তৈরির নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি।পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সভা শেষে এ তথ্য জানান।

প্রদানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, জলাশয় বা জলমগ্ন এলাকায় যেসব সড়কের কাজ করা হবে, সেখানে অনেক বেশি কালভার্ট রাখতে হবে।প্রাকৃতিক কিছু খাল আছে, সেসব খালতো রাখবোই, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আরও বাড়তি বা কিছু দূর পরপর একটা করে কালভার্ট করবেন। যাতে পানি ও মাছ অবাদে চলতে পারে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন,ওই এলাকায় (হাওর অঞ্চলের) যেসব আদিম গাছগাছালি আছে সেগুলো রক্ষা করতে হবে। প্রাকৃতিক বৈচিত্র যা আছে, প্রাণিজ জলজ বৃক্ষ রক্ষা করতে হবে।জীব বৈচিত্র্য সুরক্ষা করতে হবে।

Facebook Comments