ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ২০ বছর পর মুক্তি পেলেন জাহিদ

দেশবাংলা ডেস্ক

ফাঁসির দণ্ডাদেশ মাথায় নিয়ে ২০ বছর কনডেম সেলে কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন বাগেরহাটের শেখ জাহিদ।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় খুলনা কারাগার থেকে মুক্ত হন তিনি।তার বন্দিদশা থেকে মুক্তি পেতে যাদের সহযোগিতা ছিল জেল থেকে বের হয়ে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

শেখ জাহিদ বলেন,এতদিন অন্ধকার ঘর কনডেম সেলে থাকায় শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন।কোনো কাজ করার শক্তি নেই। যদি ক্ষতিপূরণ পান,তাহলে বাকি জীবন ভালোভাবে কাটাতে পারবেন বলে জানান তিনি। আপাতত খুলানায় বোনের বাসায় যাবেন,পরে ফিরবেন বাগেরহাটে নিজ বাড়িতে।

১৯৯৭ সালের জানুয়ারিতে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় ঘুমন্ত অবস্থায় খুন হন রহিমা ও তার দেড় বছরে কন্যা সন্তান। পারিবারিক কলহের অভিযোগে ঐদিনই মামলা হয়। ওই মামলায় তাদের অপরাধী হিসেবে অভিযুক্ত করে ২০০০ সালের জুন মাসে মৃত্যুদণ্ড দেন বাগেরহাট দায়রা জজ আদালত।সেই থেকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে ঠাঁই হয় শেখ জাহিদের।

Facebook Comments