তাজিয়া মিছিল হবে হোসেনী দালান চত্বরে

করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত করা হয়েছে পবিত্র আশুরার নানা আনুষ্ঠানিকতা। স্বাস্থ্যবিধি মেনে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের হোসেনী দালানের ভেতরে রাখা হয়েছে সংক্ষিপ্ত তাজিয়া মিছিল।

রোববার (৩০ আগস্ট) আশুরার দিন সকাল ১০টার দিকে হোসেনী দালান চত্বরেই তাজিয়া মিছিল হবে। হোসেনী দালান ইমামবাড়ার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, একই সঙ্গে আশুরার অন্যান্য কার্যক্রমও অন্য সময়ের মতো হবে।

আশুরা উদযাপন উপলক্ষে ডিএমপি জানিয়েছে, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঘরোয়াভাবে ধর্মীয় অন্যান্য অনুষ্ঠান পালন করা যাবে। তবে খোলা স্থানে তাজিয়া মিছিল ও সমাবেশ না করার উদ্যোগ নেওয়ার জন্য।

এছাড়া ঘরোয়া আয়োজনেও সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইমামবাড়াগুলোতে সবাইকে খণ্ড খণ্ড দলে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থানের ব্যবস্থা করার পরামর্শ দেয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

Facebook Comments