ওসি প্রদীপসহ ৩ আসামিকে নিয়ে বাহারছড়া চেকপোস্টে র‌্যাব

কক্সবাজার প্রতিনিধি :

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ,বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাবের তদন্তকারী দল।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজারে র‍্যাব-১৫-এর কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় মামলার আসামিদের টেকনাফের শামলাপুর চেকপোস্টে নিয়ে যাওয়া হয়।এই চেকপোস্টেই গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা।

সেই অভিযোগের ভিত্তিতে এই তিন আসামিকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব। তারই অংশ হিসেবে কোন পরিস্থিতিতে কীভাবে সিনহাকে গুলি করা হলো, সে বিষয়টি সরেজমিনে তদন্তের জন্যই তাদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

Facebook Comments