ভূমধ্যসাগরে বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবিতে নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবিতে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন অভিবাসী ও শরণার্থী নিহত হয়েছেন।জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর দেওয়া তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার (১৯ আগস্ট) ইউএনএইচসিআর বলছে,৮০ জনের বেশি যাত্রী নিয়ে যাত্রা শুরু করা ওই নৌকার ইঞ্জিন জারা উপকূলের কাছে বিস্ফোরিত হয়।তারপরই ডুবে যায় নৌকাটি। এতে প্রায় অর্ধশত মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা ৩৭ জনের মতো যাত্রীকে জীবিত উদ্ধার করে।

ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এক যৌথ বিবৃতিতে উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানায়। তারা বলেছে, ব্যাপক উদ্ধার অভিযান ছাড়া ভূমধ্যসাগরে আরও অনেক প্রাণহানির ঘটনা ঘটতে থাকবে।

Facebook Comments