সিরিজ বোমা হামলা দিবসে আ.লীগের কর্মসূচি

দেশবাংলা ডেস্ক

সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভাটি ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে জঙ্গি-সন্ত্রাসীগোষ্ঠী দেশের ৬৩টি জেলার প্রায় পাঁচ শতাধিক স্থানে একযোগে সিরিজ বোমা হামলা পরিচালনা করে। ঘৃণ্য ও নারকীয় বোমা হামলার এই দিনটিকে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ আওয়ামী লীগ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী’ দিবস হিসেবে পালন করছে।

আলোচনা সভায় প্রধান অতিথি  জননেতা ওবায়দুল কাদের এমপি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।বিশেষ অতিথি  বেগম মতিয়া চৌধুরী এমপি, সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।বিশেষ অতিথি  ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।প্রধান বক্তা  মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।সভাপতিত্বে  বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

Facebook Comments