৬ দফা দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

দেশবাংলা ডেস্ক

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধান মিডিয়া কর্মকর্তা নাসরীন জাহান লিপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিজয়ী একশ জনের নাম প্রকাশ করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি এই অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬ দফা” শিরানামে ৭ জুন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধন করে ১,০৯,৯২৯ জন। তবে অংশ নেয় ৪৬,৬৭৫ জন প্রতিযোগী। এর মধ্য থেকে প্রথম ১০০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ পাশা। দ্বিতীয় পুরস্কার জিতেছেন পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তালহা জোবায়েদ।তৃতীয় মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এস এম ফাহাদ আব্দুল্লাহ রাকিব,চতুর্থ নওগাঁর প্রকৌশলী মো. রায়হান হোসেন এবং পঞ্চম পুরস্কার বিজয়ী হলেন খুলনা রেলওয়ে বালিকা বিদ্যালয়ের শিক্ষক খুকু রাণী ঘোষ।

কোরবানীর ঈদের পর বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রীর স্বাক্ষরযুক্ত সনদ ও পুরস্কার বিতরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফলাফলের বিস্তারিত জানতে ক্লিক করুন

deshbanglabd24.com

Facebook Comments