৪০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত : ত্রাণ প্রতিমন্ত্রী

দেশবাংলা ডেস্ক

দেশের ৩১ জেলায় ৪০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

আজ শনিবার (২৫ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণপ্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন,প্রাথমিক পর্যায় বন্যা কবলিত মানুষের জন্য আগামী ২১ দিনের ত্রাণ তৎপরতার প্রস্তুতি নেয়া হয়েছে। ত্রাণের সংকট নেই, দুর্গতদের জন্য তিন কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।বন্যা যদি দীর্ঘায়ত হয় সেক্ষেত্রে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। বন্যা কবলিত এলাকার জন্য অর্থ চাল শুকনো খাবার ও গবাদি পশুর জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ আছে।

Facebook Comments