হুমায়ূন আহমেদের সমাধিতে স্বজন ও ভক্তদের শ্রদ্ধা

বিনোদন ডেস্ক

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বজন, লেখক, প্রকাশক ও ভক্ত অনুরাগীরা।

রোববার (১৯ জুলাই) সকালে গাজীপুরের নুহাশপল্লীতে তাঁর সমাধিতে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র ও তাঁর ভক্তরা।

পরে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন জানান, হুমায়ুন আহমেদের কবরের পাশে একটি জাদুঘর স্থাপন করা হবে। তবে পারিবারিক সমন্বয়হীনতার জন্য সেটি স্থাপনে কিছুটা বিলম্ব হচ্ছে।

এদিকে নেত্রকোণার কেন্দুয়ায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠের আয়োজনে হয়েছে কোরআন তেলাওয়াত ও দোয়া মহাফিল। পরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া নেত্রকোণা হিমু পাঠক আড্ডার আয়োজনে প্রেসক্লাবে হয়েছে আলোচনা সভা। ২০১২ সালের এই দিনে ক্যান্সারের কাছে হার মানেন সাহিত্যের বরপুত্র।

Facebook Comments