দেশে আরও ৩৯ জনের মৃত্যু,শনাক্ত ২৭৩৩ জন

দেশবাংলা ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু।ভাইরাসটিতে মৃতের সংখ্যা দুই হাজার ৪৯৬ জন।আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৭৩৩ জন।মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান ।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৫৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৮৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো নয় লাখ ৯৩ হাজার ২৯১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭৩৩ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৬ হাজার ৩২৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৪৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯৪০ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা এক লাখ ছয় হাজার ৯৬৩ জন।

Facebook Comments