রাত ৮টার পর এফডিসিতে প্রবেশ নিষেধ

মোঃ রাসেল :

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) শুটিং হলেই বেড়ে যায় বহিরাগত মানুষের আনাগোনা। এছাড়া এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন অফিসও খোলা থাকে সরকারি অফিস টাইমের পরও। সব মিলিয়ে প্রয়োজনে-অপ্রয়োজনে সন্ধ্যার পরও মানুষের যাতায়াত চলতে থাকে এখানে।

নতুন পদক্ষেপ নিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। এখন রাত ৮টার পর এফডিসিতে প্রবেশ নিষেধ। চলচ্চিত্রে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে এফডিসি কর্তৃপক্ষ বুধবার দুপুরে এ সিদ্ধান্ত নিয়েছে।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, এমনকি অকারণে কোনো সংগঠনের অফিসও রাত ৮টার পর খোলা রাখা যাবে না। প্রায় রাতেই এফডিসিতে বাইরের মানুষের আগাগোনো শোনা যায়। আশা করছি, এসব এবার বন্ধ হবে।

Facebook Comments