করোনায় আরও ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৮৯ জন

দেশবাংলা ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু।ভাইরাসটিতে মৃতের সংখ্যা ২ হাজার ১৯৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৮৯ জন।মোট শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ৭২ হাজার ১৩৪ জন।

বুধবার (৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানানো।

নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৫ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষা করা হয়।এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ৮৯ হাজার ১৫২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৮৯ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭২ হাজার ১৩৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৯৭ জনের।

মৃত ৪৬ জনের মধ্যে ২০ বছরের বেশি বয়সী ২ জন, ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব ৬ জন, ৮০ বছরের বেশি বয়সী ৩ জন এবং ৯০ বছরের বেশি বয়সী একজন রয়েছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ১৪, রাজশাহী বিভাগের ৩, খুলনা বিভাগের ৯, রংপুর বিভাগের ১, সিলেট বিভাগের ৪ এবং বরিশাল বিভাগের ৩ জন রয়েছেন। এর মধ্যে ৩৮ জন মারা গেছেন হাসপাতালে বাকি ৮ জন বাসায়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৩৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০ হাজার ৮৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় যে ৪৬ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৮ জন।

Facebook Comments