বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি নিখোঁজ ১

দেশবাংলা ডেস্ক

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ৭ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় ১ জন নিখোঁজ রয়েছেন। বাকি ৬ জন সাঁতার কেটে পারে উঠেছেন বলে জানা গেছে।

নিখোঁজ ব্যক্তির নাম ইসরাফিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে প্রচন্ড স্রোতের কারণে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল মালেক। উদ্ধার কাজ চলমান রয়েছে।

জানা গেছে, নিখোঁজ ইসরাফিল ইলেক্ট্রিকের কাজ করেন। প্রতিদিনের মতো ইসলামপুরে দোকানে যাওয়ার জন্য কেরাণীগঞ্জ থেকে সকালে রওনা দেন। খবর পেয়ে তার বাবা-মা ঘটনাস্থলে আসেন।

ডুবে যাওয়া নৌকা থেকে সাঁতরে তীরে ওঠা যাত্রী মিরাজ জানান, মুন্সিগঞ্জের গজারিয়াগামী মিরাজ-৬ লঞ্চের ধাক্কায় ও নদীতে স্রোতের কারণে বাদামতলী ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

Facebook Comments