পাপুলকাণ্ডে কুয়েতও সমানভাবে দায়ী : তথ্যমন্ত্রী

দেশবাংলা ডেস্ক

কুয়েতে মানবপাচারের দায়ে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সঙ্গে কুয়েতের কর্মকর্তারাও সমভাবে দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রামের সল্টগোলায় ৫০ শয্যার ‘বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন,কুয়েতের তদন্তে সেখানকার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদদের সম্পৃক্ততা বেরিয়ে এসেছে। তাদের সম্পৃক্ততা, সহযোগিতা ছাড়া এই কাজগুলো হতো না, সুতরাং তারাও সমভাবে দায়ী। সুতরাং এ ঘটনায় আমাদের শ্রমবাজারে অর্থাৎ কুয়েতে কর্মী রফতানির ক্ষেত্রে আমাদের ওপর কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,তৈরি পোশাক রফতানি খাত বাংলাদেশের অর্থনীতির লাইফ-লাইন। এই খাতসহ বৈশ্বিক মহামারি মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।

Facebook Comments