সুন্দরবনে আবার জলদস্যুদের উৎপাত – র‍্যাব মহাপরিচালক

সুন্দরবনে আবারও জলদস্যুদের উৎপাত, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

দেশবাংলা ডেস্ক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রায় তিনদিনব্যাপি র‍্যাবের কম্বিং অপারেশনে ৫ জন জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সময়ে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় আরও ৩ জলদস্যু নিহত হয়েছেন।

আজ রোববার খুলনা র‍্যাব-৬ কার্যালয় থেকে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সুন্দরবনে বুলবুল বাহিনী নামে নতুন একটি জলদস্যু বাহিনী গড়ে উঠেছে। তাদের তৎপরতা শুরুর আগেই আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের সম্পর্কে জানতে পারি। তাই তাদের ধরতে গত তিনদিন ধরে র‍্যাবের ৭টি টিমের সমন্বয়ে অপারেশন পরিচালনা করি।

এ সময় র‌্যাব সদস্যরা পাঁচজন জলদস্যুকে আটক করতে সক্ষম হই। আর এ সময়ে আরও ৩ জলদস্যু বন্দুকযুদ্ধে নিহত হয়। অবশ্য বন্দুকযুদ্ধের ঘটনায় র‍্যাবের ২ সদস্য গুলিবিদ্ধ হয়।
র‌্যাব এ ঘটনায় দুজন ভিকটিমসহ ৫টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেন।

Facebook Comments