কেশবপুর পৌরসভায় ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা

যশোর প্রতিনিধি

যশোর কেশবপুর পৌরসভায় স্বল্পপরিসরে সামাজিক দূরুত্ব বজায় রেখে ২০২০-২১ অর্থবছরে ৬৪ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ৪৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ ২৪ জুন (বুধবার) পৌরসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।

ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ৬৪ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ৪৩২ টাকা এবং সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে প্রারম্ভিক রাজস্ব, পানি ও উন্নয়ন জের ধরা হয়েছে ৭০ লাখ ৯৪ হাজার ৪৩২ টাকা। পৌরসভার সহকারি কর আদায়কারী পলাশ সিংহের সঞ্চালনায় প্রস্তাবিত বাজেট সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।

বাজেট ঘোষণার এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোঃ মোশারফ হোসেন, নির্বাহী প্রকৌশলী এমামুল হক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর কাউন্সিলর মশিয়ার রহমান, আব্দুস সাত্তার খান, মফিজুর রহমান, জাকির হোসেন, মনিরা বেগম, মেহেরুনন্নেসা মেরি প্রমুখ। বাজেট ঘোষণার শুরুতেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও আক্রান্তদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, কেশবপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ৪৬ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল।

দেশবাংলাবিডি২৪/মোর

Facebook Comments