করোনায় মৃত্যুতে দ্বিতীয় স্থানে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে ব্রাজিল। সবচেয়ে বেশি প্রাণহানির হিসাবে তারা ব্রিটেনকে পেছনে ফেললো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যা অনুযায়ী মৃতের হিসাবে ঠিক যুক্তরাষ্ট্রের পরে অবস্থান করছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় ৯০৯ জন কোভিড-১৯ রোগে মারা গেছেন। মোট মৃত্যু ৪১ হাজার ৮২৮ জন। ৪১ হাজার ৪২১ জনের প্রাণহানিতে ব্রাজিলের পেছনে পড়ে গেছে যুক্তরাজ্য।

এই সময়ে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৮২ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ২৭ হাজার ৬১০ জন।

Facebook Comments