জাতীয় ঐক্যের ভিত্তিতে করোনা সমস্যা সমাধান করতে হবে : কামাল হোসেন

দেশবাংলা ডেস্ক

করোনাভাইরাস মহামারির সমস্যা সমাধানে সব দলকে একসঙ্গে জাতীয় ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে বলে মনে করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর বেইলি রোডের বাসায় দলের কয়েকজন সিনিয়র নেতা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই মত প্রকাশ করেন। এদিন সন্ধ্যায় গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এ তথ্য জানান।

কামাল হোসেনকে উদ্ধৃত করে রেজা কিবরিয়া বলেন,স্যার বরাবরই যে বিষয়টি বলে এসেছেন যে, জাতীয় ঐক্যের মাধ্যমেই সমস্যা সমাধান করতে হবে। সরকার ভাবছে, নিজেরাই এটা মোকাবিলা করবে। কিন্তু এই বড় সমস্যা জাতীয় ঐক্য ছাড়া সমাধান হবে না। কোনও দল একা এটা সমাধান করতে পারবে না।

তিনি জানান, দেশের করোনা পরিস্থিতি, এ ব্যাপারে সরকারের গৃহীত কর্মসূচিগুলো, আসন্ন বাজেট এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন কামাল হোসেন।

Facebook Comments