কীটনাশক ড্রেনে ফেলায় মশক কর্মী চাকরিচ্যুত

দেশবাংলা ডেস্ক

কীটনাশক ড্রেনে ফেলে দেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক মশক নিধন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। রাজন দাস নামের ওই ব‌্যক্তি দৈনিক মজুরি ভিত্তিতে ডিএসসিসিতে কাজ করতেন।

ডিএসসিসি জানিয়েছে, সরকারের সম্পদ নষ্ট করার দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে মশক নিধন কার্যক্রম সুপারভাইজিংয়ের দায়িত্ব পালনে অবহেলার জন্য অঞ্চল-২ এর সুপারভাইজার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) পৃথক আদেশে রাজনকে চাকরিচ্যুত ও মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

Facebook Comments