সারাদেশে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

দেশবাংলা ডেস্ক

হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৫ জন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ জুন) সকালে হবিগঞ্জের বাহুবলে কিশোর আকাইদ ও তার বড় ভাই জুনাইদসহ বেশ কয়েকজন স্থানীয় একটি বিলে মাছ ধরতে যান। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোর আকাইদের। এ ঘটনায় গুরুতর অসুস্থ ২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

একই উপজেলার জারিয়া বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে নরছ উদ্দিন নামের আরও এক যুবকের মৃত্যু হয়।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলায় বৃষ্টির সময় জঙ্গলবাড়ি গ্রামের আব্দুল মোতালেব বাড়ির পাশে পুকুরে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই সময় রামনগর গ্রামের রবিন নামে এক শিশু বিলে মাছ ধরতে গিয়ে ও ইমরান হোসেন নামের আরো এক কিশোর বিদ্যানন্দ পূর্বপাড়া গ্রামের খোলা মাঠে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে মৃত্যু হয়।

বগুড়ায় কাহালুতে ধান তুলতে গিয়ে কৃষক ও সারিয়াকান্দি উপজেলায় নদী পার হতে গিয়ে এক যুবকসহ ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইলসহ সারাদেশে মোট ১৬ জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

Facebook Comments