মোহাম্মদ নাসিমের সফল অস্ত্রোপচার

দেশবাংলা ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচার করা হয়।

মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় জানান,তার বাবার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার খোঁজ-খবর রাখছেন।

অস্ত্রোপচার শেষে হাসপাতালের নিউরো সার্জন অধ্যাপক রাজিউন হকের তত্ত্বাবধানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ মুহূর্তে শঙ্কামুক্ত নন তিনি।

এর আগে শুক্রবার ভোররাতে ব্রেইন স্ট্রোক করেন মোহাম্মদ নাসিম। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি।রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস শনাক্ত হয়।

Facebook Comments