কাউন্সিলর খোরশেদের স্ত্রী অক্সিজেন সাপোর্টে

দেশবাংলা ডেস্ক

করোনার দাফন কাফনে এগিয়ে আসা আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তিনি ৮০ থেকে ৯০ শতাংশ শ্বাস-প্রশ্বাস অক্সিজেন সাপোর্টের মাধ্যমে সম্পন্ন করছেন বলে জানিয়েছেন খোরশেদ।

রোববার (৩১ মে) খোরশেদ জানান, আমার স্ত্রী অবস্থা সংকটাপন্ন। আমি সবার কাছে দোয়া চাই। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তার ৯০ শতাংশ শ্বাসকার্য এখন অক্সিজেন সাপোর্টে সম্পন্ন হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনা করি।

এর আগে রাত ১২টার দিকে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে কাচপুরের সাজেদা ফাউন্ডেশনে ভর্তি করান খোরশেদ। তবে রাতে আইসিইউ সাপোর্ট চাইলেই সেটি সম্ভব হয়নি।

এর আগে গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। এদিকে শনিবার (৩০ মে) নিজেও করোনায় আক্রান্ত হন খোরশেদ।

Facebook Comments