সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন শামীম ভূইয়া

সোনারগাঁ প্রতিনিধি :

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি গ্রামে মো: নূর রহমান ভূঁইয়ার ছেলে শামীম ভূইয়া (৪৮) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

বৃহস্পতিবার(২৮মে) বিকেলে অতিরিক্ত শ্বাসকষ্ট বেড়ে গেলে তিনি মারা যান। খবর পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম তার বাড়িতে গিয়ে ইসলামী শরীয়াহ মোতাবেক লাশ দাফনের ব্যবস্থা করেন।

এলাকাবাসী জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি এলাকার নূর রহমান ভূইয়ার ছেলে শামীম ভূইয়া কয়েকদিন ধরে জ্বর কাশি ও ঠান্ডায় ভোগছিলেন। গত ২৫ মে নারায়ণগঞ্জের তিনশ শয্যা হাসপাতালে করোনার নমুনা নিয়ে পরীক্ষা করা হয়।এরপর (২৬ মে) করোনা পজেটিভ আসে।২৮ মে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, মৃত্যু সংবাদ পাওয়ার পর ওই বাড়িতে গিয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে নিজ হাতে ওই ব্যক্তির লাশ দাফন করেছি। শোকাহত পরিবারকে সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছি।

দেশবাংলাবিডি২৪/সাজ্জা

 

Facebook Comments