বাংলাদেশ কারাতে দলের সাবেক কোচ মারা গেছেন

স্পোর্টস ডেস্ক

জাতীয় কারাতে চ্যাম্পিয়ন ও বাংলাদেশ কারাতে দলের সাবেক কোচ হুমায়ুন কবির জুয়েল আজ (মঙ্গলবার) ঢাকার সিটি হাসপাতালে মারা গেছেন। তাঁর মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টের কথা বলা হয়েছে। তবে তাঁর শরীরে করোনার উপসর্গ ছিল বলে ধারণা করা হচ্ছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যও ছিলেন। এছাড়াও আনসার কারাতে দলের কোচিংয়ের দায়িত্ব পালন করছিলেন। আর তারাই এই ক্রীড়াব্যক্তিত্বের শরীর খারাপ হলে সোমবার হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা বলেন, শারীরিক অসুস্থতার জন্য গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উনার শ্বাসকষ্ট থাকায় করোনা টেস্টও করা হয়েছে। তবে সে ফলাফল নেগেটিভ এসেছে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়।কিন্তু লাভ হয়নি। আজ সকাল ৮টার দিকে মারা গেছেন তিনি। মারা যাওয়ার পর এখন শুনছি করোনা নাকি পজিটিভ ছিল। তবে আমরা এখনো নিশ্চিত না।

Facebook Comments