কৃষক বন্ধু ডাক সেবা চালু

দেশবাংলা ডেস্ক

করোনা সংক্রমণে লকডাউনে প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য রাজধানীর পাইকারি বাজারে বিনা মাশুলে পৌঁছে দিতে কৃষক বন্ধু ডাক সেবা নামে একটি সার্ভিস চালু করেছে ডাক অধিদফতর।

প্রাথমিকভাবে মানিকগঞ্জের কৃষকদের উৎপাদিত শাকসবজি বিনা মাশুলে পরিবহনের মধ্য দিয়ে এ সেবাটি চালু করা হয়।

শনিবার (৯ মে) সকালে ঢাকার বেইলী রোডে সরকারি বাসভবন থেকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে কৃষক বন্ধু ডাক সেবার উদ্বোধন করেন।

মন্ত্রী অনলাইন বক্তব্যে জানান, এ সেবার আওতায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষক ঘরে বসেই তার বিক্রয়লব্ধ পণ্যের টাকা পেয়ে যাবেন। ফলে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন। দেশব্যাপী ডাক পরিবহনে ব্যবহৃত রাজধানী ফেরত ডাক অধিদফতরের গাড়িগুলো কৃষকের উৎপাদিত পণ্য পরিবহনে ব্যবহার করা হবে। এতে সরকারের অতিরিক্ত কোনো খরচেরও প্রয়োজন হবে না। পর্যায়ক্রমে সারাদেশে এ সেবা চালু করা হবে।

দেশবাংলাবিডি২৪/দে

Facebook Comments