রাজধানীতে করোনা আক্রান্তের সবচেয়ে সংক্রমিত ১০ এলাকা

দেশবাংলা ডেস্ক

রাজধানীতে করোনাভাইরাসে সবচেয়ে সংক্রমিত ১০ এলাকার নাম প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (৮ মে) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এর মধ্যে রয়েছে রাজারবাগ, কাকরাইল, যাত্রাবাড়ী, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁও, মালিবাগ ও বাবুবাজার।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে। একই সময়ে আরও ৭০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে।

দেশবাংলাবিডি২৪/তা

Facebook Comments