ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ১৮৬ জন। মৃতের সংখ্যা ১ হাজার ৭৭২ জন।

আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পেরুতে চার মাসের অধিক সময় লেগেছে দেশটিতে। চার মাস আগে কেরালায় প্রথম রোগী শনাক্ত হয়।২৬ এপ্রিল ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ২৬ হাজার। ১০ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

শঙ্কার বিষয় হচ্ছে গেল তিনদিনে দেশটিতে ১০ হাজার করোনার রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার একদিনে শনাক্ত হয়েছিল রেকর্ড ৩ হাজার ৯০০ জন। বুধবার হয়েছে ৩ হাজার ৫৮৭ জন। এটা অবশ্য সব রাজ্যের নয়,উল্লেখযোগ্য কয়েকটি রাজ্যের।

বুধবার ভারতের আক্রান্তের সংখ্যা ছিল ৪৯ হাজার ৩৯১। রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৫৩ হাজার ১৮৬। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মুম্বাইতে, ১০ হাজার ৭১৪। মৃতের সংখ্যা ৩৪। গুজরাটে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬২৫, মৃত ৩৮০। দিল্লিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার। তামিলনাড়ুতে ৪ হাজার ৮২৯ জন।

সূত্র : এনডিটিভি

দেশবাংলাবিডি২৪/তা

Facebook Comments