করোনায় বিশ্বে মৃতের সংখ্যা সোয়া ২ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সোয়া দুই লাখ। আক্রান্ত ৩১ লাখ ৮৭ হাজারের বেশি। ৯ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৫৩ জনের। গত দুই দিন থেকে মৃতের হার বেড়েছে দেশটিতে। সেখানে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। ইউরোপের আরেক দেশ ইতালিতে একদিনে মারা গেছে ৩২৩ জন। তবে ইতালিতে আক্রান্ত দুই লাখ ছাড়িয়েছে।

ইতালির পর যুক্তরাজ্যে সবচেয়ে বেশি মানুষ করোনায় মারা গেলো যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৬৫ হাজারের বেশি। তবে এই প্রথম কেয়ার হোমের মৃতের সংখ্যা যোগ করে মোট মৃতের সংখ্যা জানায় দেশটির স্বাস্থ্যবিভাগ।
এদিকে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৮ হাজারের বেশি।

Facebook Comments