করোনায় নায়ক হেলাল খানের বাবা মারা গেলেন

বিনোদন ডেস্ক 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চিত্রনায়ক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান।
গতকাল (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। হেলাল খানের ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হন। এ তথ্য নিশ্চিত করেছিলেন হেলাল খান। এ চিত্রনায়ক তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছিলেন,আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।
হেলাল খানও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দীর্ঘ দিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।

Facebook Comments