সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

দেশবাংলা ডেস্ক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ৮ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। আগামী ২৬ এপ্রিল থেকে সারাদেশে একসাথে এ কার্যক্রম শুরু হবে।

বুধবার দুপুরে নওগাঁর জেলা প্রশাসন, স্বাস্থ্য, কৃষি, খাদ্য ও পুলিশ বিভাগের সাথে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন মন্ত্রী।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে মন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ মৌসুমে সর্বোচ্চ পরিমাণ ধান কেনা হবে। কোনো যায়গায় যেন কৃষকদের হয়রানী করা হয় না সেদিকে লক্ষ্য রাখতে বলেন মন্ত্রী।

Facebook Comments