নারায়ণগঞ্জ থেকে পালানোর সময় শতাধিক নারী-পুরুষ আটক

বিশেষ সংবাদদাতা

লকডাউন অমান্য করে নারায়ণগঞ্জ থেকে কিশোরগঞ্জে পালিয়ে যাওয়ার সময় ফতুল্লার কয়েকটি এলাকা থেকে প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে কয়েকটি ট্রলার ও পিকআপ ভ্যান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার চরবক্তাবলি এবং রাত দেড়টার দিকে গাবতলী টাগারপাড়, মাউরাপট্টি, সাইনবোর্ড ও পঞ্চবটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
দেশের প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ​এ নারায়ণগঞ্জ জেলা থেকে। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মতে, করোনার হটস্পট রাজধানীর কাছের এ জেলা। তাই হইতো এ জেলা থেকে পালিয়ে অনত্র যাওয়ার চেষ্টা করছে সবাই। কিন্তু পুলিশ প্রশাসন লগডাউন দিয়ে অনত্র যাওয়া নিষেধ করে স্বস্তির কথা ঘোষণা করলেও মানছে না সাধারণ মানুষ। রাতের আধারে পাড়ি দেয়ার চেষ্টা করছে নিয়মিত।
ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, কয়েকটি স্থানে পুলিশ অভিযান চালিয়ে প্রায় দুই থেকে আড়াইশ নারী ও পুরুষকে আটক করেছে। এ সময় কয়েকটি ট্রলার ও পিকআপ ভ্যান জব্দ করা হয়।
ওসি বলেন, বুড়িগঙ্গা নদী দিয়ে একটি বাল্কহেডে করে ৭০ থেকে ৭৫ জন নারী পুরুষ কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। খবর পেয়ে রাত সাড়ে এগারোটার দিকে ফতুল্লার চরবক্তাবলী এলাকা থেকে তাদের আটক করে টহল পুলিশের একটি দল। পরে আটকরা যেখান থেকে উঠেছিল সেখানেই পৌঁছে দেয়া হয়। জব্দ করা হয় বাল্কহেডটি।
এছাড়া রাত দেড়টার দিকে গাবতলী টাগারপাড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি পিকআপ ভ্যানভর্তি অর্ধশতাধিক নারী-পুরুষ, মাউড়াপট্টি থেকে চারটি পিকআপ ভ্যান ভর্তি অর্ধশত নারী-পুরুষ এবং সাইনবোর্ড এলাকা থেকে ট্রাকসহ আরও ৬০ জন নারী পুরুষকে আটক করেছে। যাত্রীরা সবাই কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। আটককৃতরা ফতুল্লার বিভিন্ন এলাকায় বসবাস করেন। আটকের পর তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দিয়ে পরিবহনগুলো জব্দ করা হয়েছে।লকডাউনের আইন অমান্য করে যাত্রী পরিবহনের অপরাধে পরিবহন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments