ভারতে ২৪ ঘণ্টায় ৫১ জনের করোনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। সবমিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৩৩৯ জন করোনায় মারা গেলেন। খবর এনডিটিভির।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১০ হাজার ৩৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে দেশটির মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা প্রায় এক মাস পর তাদের অফিসে কাজ শুরু করেছেন। করোনার কারণে এতদিন তাদের ঘরে থেকে কাজ করতে হয়েছে।
করোনা মোকাবিলায় ইতোমধ্যেই পুরো দেশে নমুনা পরীক্ষা বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। পুরো দেশে ২২১টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে বলে জানিয়েছেন তিনি।
ভারতের তিনটি রাজ্যে করোনার পরিস্থিতি উদ্বেগজনক। এগুলো হচ্ছে- মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে দুই হাজার ৩৩৪ জন সংক্রমিত। এরপরই রয়েছে দিল্লি। সেখানে করোনা ধরা পড়েছে এক হাজার ৫১০ জনের শরীরে। তামিলনাড়ুতে এক হাজার ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

Facebook Comments