প্রাণভিক্ষার আবেদনের চিঠি কারাগারে,ফাঁসি কার্যকর যে কোনো সময়

দেশবাংলা ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার খুনি মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি বাতিল করে দেওয়ার পরই সেই চিঠিটি কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে।ফাঁসির রায় যে কোনো সময় কার্যকর হতে পারে।
সোমবার (৬ এপ্রিল) দিনগত রাতে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ১টায় মাজেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। গতকাল বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে মাজেদ প্রাণভিক্ষার আবেদন করেছেন। ধারণা করা হচ্ছে, অন্য খুনিদের মতো তারও প্রাণভিক্ষার আবেদন নাকচ করবেন রাষ্ট্রপতি। আর আবেদন নাকচের পরই সরকার মাজেদের ফাঁসির রায় কার্যকর করবে।

Facebook Comments