করোনা আতঙ্কের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ

মোঃ রায়হান

চীনে করোনা ভাইরাসের মহামারীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ রোধে সরকার সর্বোচ্চ সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবু শঙ্কামুক্ত নন দেশবাসী। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ডেঙ্গুর ভাইরাসবাহী এডিস মশার প্রাদুর্ভাব।
গত বছর মার্চের শেষদিকে রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। পরবর্তী সময়ে রাজধানী ছাড়িয়ে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে পড়ে।চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের তুলনায় প্রায় চারগুণ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনার প্রাদুর্ভাবের মধ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে দাবি করে সিটি করপোরেশন বলছে, বন্ধ অফিসগুলোতে জমে থাকা পানির কারণে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। এমন সময় রাজধানীতে এডিস নিধনে কাজ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ডিএনসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমেনুর রহমান মামুন গণমাধ্যমকে বলেন, সরকারি অফিস-আদালত ছুটির আগে আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছিলাম। যাতে অফিসে যেখানে মশা জন্ম বিস্তার করতে পারে, সেগুলো ঢেকে রাখতে। করোনা ঝুঁকি মোকাবেলার পাশাপাশি আমরা এডিস মশা নিধনেও পরিকল্পনামাফিক কাজ করছি।
ঢাকা দক্ষিণের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন, মশা নিধনে স্বাভাবিক কার্যক্রম চলছে। পাশাপাশি আমরা নতুন নানা কার্যক্রমও হাতে নিয়েছি। মশক কর্মী, দায়িত্বশীল কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা হয়েছে। সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Facebook Comments