করোনায় যুক্তরাষ্ট্রে ৫৬ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক 

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে অন্তত ৫৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে। আক্রান্ত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি।
মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে একটা বড় অংশ নিউইয়র্কে বাস করতেন। সেখানে অন্তত ১৫ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।যুক্তরাষ্ট্রের এই প্রদেশেই বিশেষ করে নিউইয়র্ক শহরেই সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
সেফেস্ট নামে একটি সামাজিক সংগঠন এবং প্রবাসী বাংলাদেশিদের নানা সংগঠনের বরাত দিয়ে বলা হয়, গত প্রায় দুই সপ্তাহে নিউইয়র্ক শহরে কমপক্ষে ১৫ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ছয়জন নারী।
এছাড়া ১০০-র বেশি বাংলাদেশি বিভিন্ন হাসপাতালের আইসিইউতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের মিশিগানেও অনেক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪৫ হাজারের বেশি। সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে ১৩ হাজার ৯১৫ জন এবং যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৬ হাজার ৯৫ জন।
উল্লেখ্য, করোনাভাইরাসে বিশ্বে মারা গেছে ৫৩ হাজার ২৪০ জন। মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৬ হাজারের বেশি মানুষ।

Facebook Comments