করোনা সন্দেহে মাওলানা সাদকে খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক 

মারকাজ ইউটিউব চ্যানেলে বুধবার মাওলানা সাদের দুটি অডিও ক্লিপস প্রকাশ করা হয়েছে।
এর একটিতে সাদ দাবি করেন,করোনাভাইরাস তার অনুসারীদের কোনো ক্ষতি করতে পারবে না।মৃত্যুর জন্য মসজিদই সর্বোত্তম স্থান বলে মন্তব্য করেন তিনি।
পরের অডিও ক্লিপসে নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন বিশ্ব তাবলিগের একাংশের এই আমির। তিনি তাবলিগের সাথীদের করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলতে এবং জনসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানান।
সাদ বলেন,আমাদের বাড়িতে থাকা উচিৎ, আল্লাহর ক্রোধকে শান্ত করার এটিই একমাত্র উপায়। চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং সরকারের প্রশাসনের সহযোগিতা করা উচিৎ। আমাদের সাথীরা যেখানেই থাকুক না কেন তাদের প্রশাসনের নির্দেশনা মেনে চলা উচিৎ। যেখানেই থাকুন না কেন কোয়ারেন্টাইনে চলে যান, এটা ইসলাম ও শরিয়তের বিপক্ষে নয়।
সাদ এই অডিও ক্লিপসে আরো জানান, তিনি দিল্লিতেই রয়েছেন। এক চিকিৎসকের পরামর্শ মেনে এখন আইসোলেশনে রয়েছেন।

Facebook Comments