তাপদাহের পর নগরীতে শীতল বাতাস, স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :

করোনা আতঙ্কের মধ্যে থাকা মানুষগুলো গরমে অতিষ্ঠ তার মধ্যে শীতল বাতাস ও বৃষ্টি মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়।তাপদাহের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। সে সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়া ।
আবহাওয়াবিদ শামসুদ্দিন আহম্মেদ বলেন, শুক্রবার (০৩ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।রাজধানীর বাইরেও কিছু কিছু স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে এখনও বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়নি।
অধিদপ্তরের পক্ষ থেকে এপ্রিল মাসের আগাম পূর্বাভাসে বলা হয়েছে,চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি থাকবে তাপপ্রবাহও।পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে অস্থায়ী দমকা,ঝড়ো হাওয়াসহ বৃষ্টি,বজ্রবৃষ্টি হতে পারে, বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন 

Facebook Comments