করোনায় ভারতে ৫৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার রাতে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এই পর্যন্ত আক্রান্ত ১ হাজার ৮৩৪। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১।
সরকারের তথ্য অনুযায়ী, ১ হাজার ৬৪৯ জনের শরীরে করোনাভাইরাস এখনও সক্রিয়। সুস্থ হয়ে উঠেছেন ১৪৪ জন।
যদিও ওয়ার্ল্ড মিটার ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। মোট নিহতের সংখ্যা ৫৮ জন। একদিনেই আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, ধীরে ধীরে দেশটি গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
করোনা মোকাবেলায় ২৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Facebook Comments