যতদিন প্রয়োজন মাঠে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান

দেশবাংলা ডেস্ক :

সরকার যতদিন চাইবে ততদিনই মাঠে থাকবে সেনাবাহিনীর সদস্যরা। একথা জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বিশ্বব্যাপি করোনার কারণে উদ্ভুত পরিস্থিতিতে সার্বিক ব্যবসা-বাণিজ্যের ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে জরুরী বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব , প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যানসহ সরকারের সংশ্লিষ্ট সচিব এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । বৈঠকের পর ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, সব পোশাক কারখানা বন্ধ করে দেয়ার কোন সিদ্ধান্ত নেয়নি সরকার।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুরোধ জানান, জনগণকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার। করোনা ভাইরাস মোকাবেলায় যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী কাজ করছে বলে জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সেনাপ্রধান আরো বলেন, সরকারের নির্দেশেই করোনা প্রতিরোধে মাঠে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

Facebook Comments