করোনায় ছিন্নমূলদের জন্য ডিএমপি কমিশনারের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :

রাজধানীর ৫০টি থানায় প্রতিদিন দুই হাজার পাঁচশ ছিন্নমূল মানুষকে এক বেলা করে খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে ছিন্নমূলদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।
ডিএমপির উপ-কমিশনার (সদর) আনিসুর রহমান এ সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন,সরকার সারা দেশে ৪ এপ্রিল পর্যন্ত যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সেইদিন পর্যন্ত ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ছিন্নমূলদের মধ্যে এভাবে খাবার সরবরাহ করা হবে।

Facebook Comments