হোম কোয়ারেন্টিনে প্রবাসী,ফোন পেয়ে বাজার করে দিল পুলিশ

আজ দুপুরে পটুয়াখালী শহরের কলেজ রোর্ড এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ইতালি প্রবাসীর বাসায় বাজার করে দিলো পুলিশ। প্রবাসীর দেয়া তালিকা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়েছে সদর থানা পুলিশের সদস্যরা।
পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আলু, মসুল ডাল, আঙ্গুর, আপেল, মাল্টা, খাবার পানিসহ আরও অনেক কিছু।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মুঠোফোনে সকালে এক ইতালি প্রবাসী জানান, চারদিন হলো তিনি দেশে এসেছেন। হোম কোয়ারেন্টিনে আছেন। তার বাসায় খাবার সংকট দেখা দিয়েছে। তিনি সচেতন তাই দেশে ফিরেই হোম কোয়ারেন্টিন মানছেন।
তিনি আরও বলেন, তার বাসায় খাবার সংকট দেখা দিয়েছে। তিনি বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন পুলিশ খাবার পৌঁছে দিচ্ছে। তিনিতো উন্নত বিশ্ব থেকে এসছেন, বাংলাদেশে উন্নত বিশ্বের মতো ইকুইপমেন্ট নেই। তাই তিনি থানায় কল দিয়ে বিষয়টি জানানোর পর তার খাদ্য পণ্যের লিস্ট অনুযায়ী ওইসব পণ্য কিনে তার বাসায় পৌঁছে দেয়া হয়েছে।

Facebook Comments