করোনা আতঙ্কে বাজার অস্থিতিশীল

মোঃ বিপ্লব

করোনা ভাইরাসের কারণে সব ধরনের দোকান বন্ধ হয়ে যেতে পারে। এমন আতঙ্কে গত কয়েকদিন ধরেই মানুষ হুমড়ি খেয়ে বেশি কেনাকাটা করছে।আর চাহিদা বাড়ার কারণে চালের দামও একটু বেশি।
রাজধানীর খিলগাঁও কাঁচাবাজার ঘুরে দেখা গেছে করোনা ভাইরাস আতঙ্কে শুধু চাল নয়,সব ধরনের নিত্যপণ্যের বেচাকেনা কয়েকগুণ বেড়ে গেছে। প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটায় বাজারের ভারসাম্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত থাকার পরও উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাতেও বিঘ্ন দেখা দিয়েছে। এ সুযোগে বেড়েছে সব ধরনের পণ্যের দাম।এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এ পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজার ভারসাম্যহীন না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আতঙ্কিত হয়ে সংরক্ষণের উদ্দেশে বাড়তি কেনাকাটা অহেতুক কাজ। বাজারে সব পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
করোনা ভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি রাখলে ১৬১২১ নম্বরে যোগাযোগ করে অভিযোগ করার জন্য বলা হয়েছে ।

Facebook Comments