ঢাবিতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ১০০ বেলুন উড়িয়ে ও ১০০ পাউন্ডের কেক কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়া, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ আরো অনেকে আলোচনা সভায় অংশ নেন। রেজিস্ট্রার মো. এনামউজ্জামান সভা পরিচালনা করেন।
উপাচার্য জাতির জনকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বছরব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে। মুজিববর্ষ উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি’ প্রদান করা হবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি সমাবর্তনে বক্তব্য রাখবেন।’

Facebook Comments