আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

আজ ১৭ মার্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জাতীয় শিশু দিবসও আজ। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুত্ফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ (মঙ্গলবার)। এই বছর দিনটি বঙ্গবন্ধুর শততম জন্মদিন, মুজিব জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী দেশে-বিদেশে নানা কর্মসূচি উদযাপনেরও উদ্যোগ নেওয়া হয়। তবে প্রাণঘাতী ভাইরাস করোনা (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায় মুজিববর্ষের অনুষ্ঠানমালা সীমিত করে পুনর্নিধারণ করা হয়েছে।

দেশবাংলা বিডি ২৪ এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা

শেয়ার করুন

Facebook Comments