মানুষকে সচেতন করা মুজিববর্ষের একটি অংশ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক প্রশ্নের জবাবে বলেন, করোনা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা এবং জনগণকে সতর্ক করাও একটা কর্মসূচি। করোনার কারণে যেহেতু বড় জমায়েত করা যাবে না সে কারণে মুজিববর্ষের কর্মসূচি কাটছাঁট করা হয়েছে, কতগুলো স্থগিত করা হয়েছে। যেহেতু সারা বছর সময় আছে সেহেতু এ কর্মসূচিও পালন করা যাবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি আপাতত স্থগিত। মুজিববর্ষের কর্মসূচিও কাটছাঁট করা হয়েছে। যেহেতু বড় কোনো জমায়েত করা যাবে না সেহেতু মানুষের কল্যাণের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা, লিফলেট বিতরণ, করোনা সম্পর্কে মানুষের করণীয় কী সে বিষয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো মাঠে থেকে জনগণকে সচেতন করবে। বিশ্বব্যাপী এই দুর্যোগের সময় মানুষকে সচেতন করা এবং মানুষের জন্য কাজ করাটাও মুজিববর্ষ পালনের একটি অংশ।

শেয়ার করুন

Facebook Comments