করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫৪৩৬ জন

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৪৩৬ জন দাঁড়িয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ৬৩২ জন। বিশ্বের ১৪৫ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। এখন পর্যন্ত ৭২ হাজার ৫২৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ মার্চ) চীনে আরো ১৩ জন মারা গিয়েছেন। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ১৮৯ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮২৪ জন । এর মধ্যে মোট ৬৫ হাজার ৫৪৩ জন রোগী সুস্থ হয়েছেন।
চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ১২৬৬ জন। এর মধ্যে মোট এক হাজার ৪৩৯ জন রোগী সুস্থ হয়েছেন।
ইরানে মোট ১১ হাজার ৩৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৫২৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৯ জন সুস্থ হয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। দেশটিতে ইতোমধ্যে আট হাজার ৮৬ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন সাতশ ১৪ জন।
স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। দেশটিতে ইতোমধ্যে পাঁচ হাজার ২৩২ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৯৩ জন।
অন্যান্য দেশগুলোর মধ্যে ফ্রান্স ৭৯, আমেরিকা ৫০, সুইজারল্যান্ড ১১, জার্মানি ৮, নরওয়ে ১, সুইডেন ১, নেদারল্যান্ড ১০, যুক্তরাজ্য ১১, জাপান ২১, ইরাক ৭, বেলজিয়াম ৩, অস্ট্রেলিয়া ৩, অস্ট্রিয়া ১, কানাডা ১, গ্রিস,১ হংকং ৪, ইরাক ৯, মিশর ২, আয়ারল্যান্ড ১, ভারত ২, স্যান ম্যারিনো ৫, লেবানন ৩, থাইল্যান্ড ১, ইন্দোনেশিয়া ৪, পোল্যান্ড ২, ফিলিপাইন ৬, তাইওয়ান ১, লাক্সেমবার্গ ১, আর্জেন্টিনা ২, আলবেনিয়া ১, বুলগেরিয়া ১, পানামা ১, আলজেরিয়া ২, ইকুয়েডর ১, মরোক্কো ১, ইউক্রেইন ১, গিয়ানা ১, সুদান ১, আজারবাইজান ১ জন করে মারা গেছে।

শেয়ার করুন

Facebook Comments