জুমার খুতবায় করোনা থেকে বাঁচার উপায় আলোচনার আহ্বান

করোনাভাইরাস থেকে সুরক্ষার লক্ষ‌্যে ধর্মপ্রাণ মুসল্লিদের সতর্ক করতে শুক্রবার (১৩ মার্চ) দেশের সব মসজিদে জুমার খুতবায় বিশেষ বয়ানের আহ্বান জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের ইমামদের বিশেষভাবে এ অনুরোধ জানানো হয়।
জুমার খুতবায় ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরে করোনাভাইরাস সম্পর্কে মুসল্লিদের করণীয়, সচেতনতা ও সতর্ক করে যেন বয়ান দেওয়া হয়।
বিশেষ করে, করোনাভাইরাস সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তির মসজিদে আগমন ও জনসমাগম পরিহার করার বিষয়টি ইসলামের দৃষ্টিতে জুমার খুতবায় তুলে ধরা এবং করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা করে বিশেষ দোয়া করার অনুরোধ করা হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে করোনাভাইরাস থেকে রক্ষায় বিশেষ দোয়া-মোনাজাতও অনুষ্ঠিত হবে।চীন, ইতালি, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি রোগ হিসেবে ঘোষণা দিয়েছে।
এই সুযোগে কেউ কেউ গুজব, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। এ অবস্থায় মুসল্লিদের সতর্ক করে বয়ানের জন্য দেশের ইমামদের প্রতি আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন।

শেয়ার করুন

Facebook Comments