ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ আইফা ২১বছরে পদার্পণ করেছে। এবারে আসর অনুষ্ঠিত হবার কথা ছিল ২৭ থেকে ২৯ মার্চ ভারতে মধ্যপ্রদেশের ইন্দোরে। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে আয়োজনটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার আইফা কর্তৃপক্ষ ভারতীয় সংবাদ মাধ্যমে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে। তাদের দাবি, করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে, আইফার ফ্যান এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত। একই সঙ্গে মধ্যপ্রদেশ সরকারের সঙ্গে আলোচনা করার পরে আপাতত এই অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিতে তারা আরো জানান, নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি। যদি নতুন দিনক্ষণ ঠিক হয় সেক্ষেত্রে পরে তা ঘোষণা করা হবে। অবশ্য, অন্যদিনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও সেটি মধ্যপ্রদেশেই হবে বলে এক টুইট বার্তায় জানিয়েছে আইফা কর্তৃপক্ষ।
করোনা আতঙ্ক, স্থগিত আইফা ২০২০
Facebook Comments