মুসলমান হত্যাকাণ্ড বন্ধে ভারতের প্রতি খামেনির আহ্বান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মুসলমান হত্যাকাণ্ড বন্ধে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় নাগরিকত্ব বিল ইস্যুতে মুসলমানদের ওপর ঘটে যাওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।
দিল্লির ওই সহিংসতায় অন্তত ৪৪ জন নিহত হয় এবং আহত হয় কয়েক শতাধিক মানুষ।
এক টুইটে খামেনি বলেছেন, ‘ভারতে মুসলমানদের ওপর হত্যাকাণ্ডে সারা বিশ্বের মুসলমানদের শোকাহত করেছে।’
এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইটে লিখেছিলেন, ‘ভারতীয় মুসলমানদের ওপর পরিচালিত সংগঠিত তীব্র সহিংসতার নিন্দা জানায় ইরান।’ এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছিলে নয়া দিল্লি।
পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভিশ কুমার এক বিবৃতিতে বলেছিলেন, ‘আমরা ইরানের মতো একটি দেশের কাছ থেকে এ ধরনের মন্তব্য প্রত্যাশা করি না।’

শেয়ার করুন

 

Facebook Comments