জাতীয় স্কুল হকি ৮০টি স্কুল নিয়ে

জাতীয় স্কুল হকির জার্সি উন্মোচনদেশব্যাপী জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম থেকে শুরু হচ্ছে। ৯টি ভেন্যুতে ৮০টি স্কুল এতে অংশ নিচ্ছে। এই আয়োজনকে সামনে রেখে আজ বুধবার লোগো ও জার্সি উন্মোচন হয়েছে।
তেজগাঁওস্থ বিএএফ ফ্যালকন হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘হকি বাংলাদেশে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম, আমরা আশা করি এই স্কুল হকির মাধ্যমে আরো বেশি বেশি হকি খেলোয়াড় তৃণমূল থেকে উঠে আসবে। তারা যাতে হারিয়ে না যায়, সে ব্যাপারে ফেডারেশনকে গুরুত্ব দিতে হবে।’
হকি ফেডারেশনের সভাপতি মাসিহুজ্জামান সেরনিয়াবাত নিজের বক্তব্যে বলেন, ‘হকি একটি সুশৃঙ্খল খেলা, স্কুল হকির মাধ্যমে সম্ভাবনাময় হকি খেলোয়াড়েরা শৃঙ্খলাবদ্ধতার প্রথম দীক্ষা পাবেন।

Facebook Comments